বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে এসএসসি পরিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মুকসুদপুর থানা পুলিশ। বুধবার (৫ ফেব্রুয়ারী) সকালে উপজেলার বাটিকামারী ইউনিয়নের বাহাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানাযায়, বাহাড়া গ্রামের ইসরাইল খানের ছেলে এনায়েত খান (১৭) এসএসসি পরিক্ষার্থী প্রতিদিনের মত রাতে একা এক ঘরে ঘুমাতে যায়। সকালে ঘুম থেকে উঠতে দেরি হলে, পরিবারের লোকজন ডাকলে কোন সাড়া না দেওয়ায় দরজা ভেঙ্গে, গলায় গামছা দিয়ে ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয়।
পরবর্তীতে মুকসুদপুর থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেন।
মুকসুদপুর থানার সেকেন্ড অফিসার এস আই সুকান্ত বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ (লিটু সিকদার), মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha