আজকের তারিখ : ডিসেম্বর ২৬, ২০২৪, ৭:৫৭ পি.এম || প্রকাশকাল : জুলাই ৮, ২০২১, ৭:০৬ এ.এম
করোনা প্রতিরোধে বাংলাদেশী তরুণীর অন্যন্য আবিষ্কার
২৫ বছর বয়সী ব্রিটিশ-বাংলাদেশী তরুণীর উদ্ভাবন, বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। সাদিয়া খানম নামের ওই বিজ্ঞানী মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে একটি অ্যান্টিসেপটিক স্প্রে - 'ভল্টিক' তৈরি করেছেন।
যুক্তরাজ্যের স্থানীয় সংবাদ মাধ্যম ম্যানচেস্টার ইভিনিং নিউজ ইউকে জানায়, ‘ভল্টিক’ যে কোনও ধরণের রোগজীবাণু (ভাইরাস, ব্যাকটিরিয়া, ছত্রাক ইত্যাদি) ধ্বংস করতে পারে। মাত্র একবার এই স্প্রে করলে অন্তত পনেরো দিনের জন্য করোনাভাইরাস মুক্ত যায়। সাদিয়ার পরিবার ১৯৬০ সালে সিলেট থেকে যুক্তরাজ্যে পাড়ি জমান। এদিকে যুক্তরাজ্যের হাসপাতালগুলি বলছে যে এই স্প্রে করোনভাইরাসকে ধ্বংস করতে 100% কার্যকর।
এই স্প্রে ব্যবহার করে হাসপাতাল পরিষ্কারের ব্যয় প্রায় ৭০ শতাংশ কমিয়ে দিয়েছে। একটি রেস্তোরায় কাজ করার সময় সাদিয়া এই স্প্রে আবিষ্কার করেন। এই স্প্রের সঠিক ভাবে তৈরি করতে প্রায় ১৪ মাস সময় লেগেছে সাদিয়ার। এই কাজে তাকে সহায়তা করেছেন যুক্তরাজ্যের প্রবীণ বিজ্ঞানী ড কলিন হেইগান। সাদিয়া ইতোমধ্যে ১০ মিলিয়ন ডলারের অর্ডার পেয়েছেন।
যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস সারা দেশে বিভিন্ন হাসপাতাল এবং কেয়ার হোমে পরীক্ষামূলকভাবে এই স্প্রেটি ব্যবহার করে সফল হয়েছে। এই স্প্রেটি নাসার ল্যাবগুলিতেও ব্যবহৃত হচ্ছে। সাদিয়া ইতোমধ্যে বিশ্বের ১৩ টি দেশ থেকে তার 'ভোল্টিক' স্প্রে অর্ডার পেয়েছেন।
সাদিয়ার বাবা কবির আহমেদ এখন একজন গর্বিত মানুষ। তিনি বলেন, "আমার মেয়ের এই আবিষ্কারে যদি বিশ্বজুড়ে মানুষ উপকৃত হয় তবে তার চেয়ে আনন্দজনক আর কিছু নেই।"
সাদিয়ার পরিবার যুক্তরাজ্যের চেস্টার শহরে থাকেন। তার বাবা কবির আহমেদ রেস্তোরার মালিক। তার দাদা আজমত আলী ১৯৬৪ সালে যুক্তরাজ্যে পাড়ি জমান।
সাদিয়া খানম বলেন, 'ছোটবেলা থেকেই বিজ্ঞানের প্রতি তার প্রচণ্ড ঝোঁক ছিল। ১৪ বছর বয়সে আমার দাদা আলঝেইমারে মারা গেলে রোগ প্রতিরোধ করার ব্যাপারে আমার আগ্রহ চরমে পৌঁছায়।'
সাদিয়া যুক্তরাজ্যে মাদ্রাসায় পড়াশোনা শুরু করেন। সাদিয়া চেস্টার ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। বর্তমানে আলঝেইমার বিষয়ে তিনি পিএইচডি করার প্রস্তুতি নিচ্ছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha