মুন্সী সাদেকুর রহমান শাহীন, গোপালগঞ্জ ব্যুরো প্রধানঃ
"সমৃদ্ধ হোক গ্ৰন্থাগার এই আমাদের অঙ্গীকার " এই প্রতিপাদ্য কে সামনে রেখে গোপালগঞ্জে জাতীয় গ্ৰন্থাগার দিবস-২০২৫ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্ৰন্থাগার গোপালগঞ্জ এর আয়োজনে সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় গোপালগঞ্জ সরকারি গণগ্ৰন্থাগার এর অডিটেরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে অতিথিরা বই পাঠ , চিত্রাংকন, উপস্থিত বক্তৃতা ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
দিবসটির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ এর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মিজানুর রহমান পুলিশ সুপার গোপালগঞ্জ, সরকারি বঙ্গবন্ধু কলেজ অধ্যক্ষ ওহিদ আলম লস্কর, ফারহান কবীর সিফাত জেলা কালচারাল অফিসার গোপালগঞ্জ।
এছাড়াও গোপালগঞ্জ সদর এর বেসরকারি লাইব্রেরী সোনার বাংলা গণ-পাঠাগার এর সভাপতি ও গোপালগঞ্জ প্রেস ক্লাব (জিপিসি)'র সাধারণ সম্পাদক মুন্সী সাদেকুর রহমান শাহীন। সাংস্কৃতিক সংগঠক ও সাংবাদিক শেখ ফরিদ আহমেদ। গোপালগঞ্জ জেলা শহরের বঙ্গবন্ধু কলেজ, ফজিলাতুন্নেসা মহিলা কলেজ, এস এম মডেল স্কুল, সরকারি বিনা পানি স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী, সরকারি গণগ্ৰন্থাগারের বিপুল সংখ্যক নিয়মিত পাঠক এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মোঃ ফকরুজ্জামান সৈকত।
গুরুত্বপূর্ণ এই জাতীয় দিবসের অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির।
স্বাগত বক্তব্যে গোপালগঞ্জ জেলা সরকারি গণগ্ৰন্থাগার এর লাইবেরিয়ান তাজমুল ইসলাম। লাইবেরিয়ান তার স্বাগত বক্তব্যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের লাইব্রেরীতে এসে বই পড়ে জ্ঞান অর্জনের আহ্বান জানান। এছাড়াও তিনি বলেন, লাইব্রেরী সকলের জন্য উন্মুক্ত, আপনারা অফিস সময়ের মধ্যে যে কোন সময় এসে পছন্দ জনক বই পড়তে পারবেন
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ (লিটু সিকদার), মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha