শেখ সাইদুল ইসলাম প্রবীন, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধিঃ
কুষ্টিয়ার খোকসা উপজেলায় ৫৩ তম জাতীয় শীতকালীন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার খোকসা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল, উপজেলা একাডেমী সুপারভাইজার মিলন হোসেন খান, খোকসা সরকারি মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক শহিদুল ইসলাম প্রমুখ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান শিক্ষকগণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক ছাত্রছাত্রী গান উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, পায়রা উড়িয়ে এবং জাতীয় সংগীতের মধ্য দিয়ে মশাল প্রজ্জ্বলন, মাঠ প্রদক্ষিণ ও বিভিন্ন ইভেন্টের খেলার উদ্বোধনের মধ্য দিয়ে প্রথম দিনের জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির খেলা অনুষ্ঠিত হয়। ব্যাডমিন্টন, ক্রিকেট, কাবাডি সহ দোড়, গোলক নিক্ষেপ ও বর্ষা নিক্ষেপ সহ বিভিন্ন প্রকারের খেলা অনুষ্ঠিত হবে।
উপজেলার ৩২ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় চার শতাধিক ক্রীড়াবিদ শিক্ষার্থী অংশগ্রহণ করে উক্ত বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন বলেন, নিয়মিত শরীরচর্চা ও ক্রীড়া অনুশীলন করলে একদিকে যেমন লেখাপড়ার মনোনিবেশ আসবে, অপরদিকে মোবাইল অংশ গ্রহন ও মাদক থেকে দূরে থাকা সম্ভব। আর সে জন্যই অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষকদেরকে দায়িত্বশীল হতে হবে। উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ক্রীড়া শিক্ষক ও ক্রীড়ামদি শিক্ষার্থীরা উপস্থিত থেকে বার্ষিক শীতকালীন ক্রীড়ায় অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ (লিটু সিকদার), মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha