মুন্সী সাদেকুর রহমান শাহিন, গোপালগঞ্জ ব্যুরো প্রধান
গোপালগঞ্জের কোটালীপাড়ায় দ্বিতীয় বিয়ে করায় রুবেল সরদার (৩৫) নামে এক ব্যবসায়ীর পুরুষাঙ্গ কেটে দিয়েছে প্রথম স্ত্রী রেশমা বেগম।
সোমবার দিবাগত রাতে উপজেলার কুশলা ইউনিয়নের বিরামেরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। রুবেল সরদার বিরামেরকান্দি গ্রামের মনজেল সরদার এর ছেলে ও ঘাঘর বাজারের ব্যবসায়ী।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১২ বছর আগে একই গ্রামের আমির আলী ফরাজীর মেয়ে রেশমার সঙ্গে প্রেম সম্পর্ক গড়ে বিয়ে করেন রুবেল। বিয়ের পর থেকেই রুবেল অন্যান্য নারীদের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িত থাকায় তাদের সংসারে অশান্তি লেগে থাকতো।
গত ৩মাস আগে এক হিন্দু নারীকে প্রকাশ্যে বিয়ে করেন রুবেল। এতে ক্ষিপ্ত হয়ে রেশমা সোমবার রাতে ঘুমন্ত অবস্থায় ছুরি দিয়ে পুরুষাঙ্গ কেটে দেয় রুবেলের। তার ডাক চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পপুলার এন্ড ডায়গনষ্টিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
রুবেলের মা সাফিয়া বেগম জানান, রাতে রুবেলের চিৎকার শুনে তাদের কক্ষে গেলে রেশমা দৌড়ে পালিয়ে যায়। পরে আহত রুবেলকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করানো হয়।
এ বিষয়ে জানতে রুবেলের স্ত্রী রেশমা বেগমের সঙ্গে কোন মাধ্যমেই যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তার বোন ফতেমা বেগম বলেন, আমার বোনের দুটি সন্তান থাকার পরও রুবেল অন্য একটি বিয়ে করেছেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে রেশমা এ ঘটনা ঘটাতে পারে। এ ঘটনায় আমরা কেউ জড়িত নই।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ (লিটু সিকদার), মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha