মোক্তার হোসেন, স্টাফ রিপোর্টার
রাজবাড়ী জেলার পাংশা সরকারী কলেজের সনাতনী শিক্ষার্থীবৃন্দের উদ্যোগে সোমবার (৩ ফেব্রæয়ারী) কলেজ চত্বরে দিনব্যাপী শ্রীশ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে পূজা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জানা যায়, সোমবার বিকাল ৩টার দিকে আমন্ত্রিত অতিথিদের মধ্যে সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার সস্ত্রীক পাংশা সরকারী কলেজে সরস্বতী পূজা অনুষ্ঠান পরিদর্শন করেন।
পাংশা সরকারী কলেজের গণিত বিভাগের সাবেক প্রভাষক বিমল কুমার কর্মকার, আইডিয়াল গার্লস কলেজের সহকারী অধ্যাপক লিটন কুমার বিশ্বাস, পাংশা সরকারী কলেজের বাংলা বিভাগের প্রভাষক শিব শংকর চক্রবর্তী, গণিত বিভাগের প্রধান কে.এম. বিল্লাহ খান, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান শামীমা আক্তার মিনু, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক তৈয়েবুর রহমান, ভূগোল বিভাগের প্রভাষক মনজুরুল ইসলাম ও আবু বক্কার সিদ্দিক, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক সমরেশ দাস ও আখরজানী উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক প্রদীপ কুন্ডুসহ পাংশা সরকারী কলেজের শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পুরহিত দেবপ্রসাদ গোস্বামী পূজা কার্যক্রম পরিচালনা করেন। অনুষ্ঠানে উপস্থিত সবার মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫