ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টারঃ
বালু খুঁড়তে গিয়ে কুকুর খুঁজে বের করলো বালুর নিচে চাপা দিয়ে রাখা এক ভ্যানচালক আজাদ (৪৫) এর মরদেহ। এমন ঘটনা কুষ্টিয়াতে চাঞ্চল্য সৃষ্টি করেছে। কুষ্টিয়ার খোকসায় নিখোঁজের চারদিন পর বালুর নিচ থেকে এক ভ্যানচালকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে খোকসা থানা পুলিশ।
মহদেহটি ভ্যানচালক আজাদের বলে শনাক্ত করেন নিহতের ছেলে রিপন হোসেন। রোববার (০২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় খোকসা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মডেল টাউন আবাসন প্রকল্পের সীমানা প্রাচীরের মধ্যে বালুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, বিকেলে কয়েকটি কুকুর বালুর নিচ থেকে মরদেহের একটি অংশ তুলে ফেলে। এতে যার এলাকায় তীব্র গন্ধ ছড়িয়ে পড়লে লোকজন ঘটনাস্থলে আসতে থাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। আজ সােমবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের ছেলে রিপন হোসেন জানান, গত ৪ দিন আগে বৃহস্পতিবার বিকেলে তার বাবা ভ্যান নিয়ে ভাড়া মারতে বের হয়ে আর বাড়ি ফেরেননি। পরে তিনি খোকসা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখােজের ৫দিন পরে পুলিশের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে রিপন তার বাবার মরদেহ শনাক্ত করেন।
এবিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাঈনুল ইসলাম জানান, মডেল টাউন থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। কে বা কারা কেন তাকে হত্যা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ (লিটু সিকদার), মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha