মোঃ আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
বিগত সরকারের গুম, খুন ও দুর্নীতিসহ সকল রাষ্ট্রবিরোধী কর্মকান্ড এবং জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে নাটোরের বাগাতিপাড়ায় গণমিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা।
সোমবার সকালে গণমিছিল নিয়ে উপজেলার মালঞ্চি বাজার ঘুরে আওয়ামী লীগ বিরোধী নানা ¯েøাগান দেন তারা। মিছিলে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাটোর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মাশরাফী বিন মোস্তফা সাফাত, মোনায়েম ইসলাম রুমী এবং জাতীয় নাগরিক কমিটির উপজেলা প্রতিনিধি মঞ্জুরুল কবির বাবুল।
গণমিছিল শেষে মালঞ্চি রেলগেট এলাকায় এক পথসভায় তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সকল গুম, খুন, দুর্নীতিসহ রাষ্ট্রবিরোধী কর্মকান্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িত অস্ত্রধারীরা এখনো উপজেলার বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ-প্রশাসনকে অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।