মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুরে পালিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। এই উপলক্ষে বিভিন্ন হিন্দু ধর্মালম্বীদের বাসভবনে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সকাল থেকেই সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে।
হিন্দু শাস্ত্র মতে সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী। আমরা নিজেদের জ্ঞান অর্জনের কারণে এবং তা সমাজের ভালো কাজে নিবেদন করার জন্যই এই পূজা করা হয়ে থাকে।
এদিকে আজ সকাল দশটার মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে এবং বাসা বাড়িতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। এ সময় অঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণ করা হয়। এ উপলক্ষে আজ সন্ধ্যায় বিভিন্ন স্থানে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।