ইসমাইল হোসেন বাবু, ষ্টাফ রিপোর্টারঃ
কুষ্টিয়ার কুমারখালীতে মুচলেকা দেওয়ার পরের দিন থেকে ফের চালু হওয়া ড্রাম চিমনির নিষিদ্ধ সেই চার ইট ভাটা আবারো গুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদলত। একই সঙ্গে নিষেধাজ্ঞা অমান্য করে পরিচালনার দায়ে চার ভাটা মালিককে তিন লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার যদুবয়রা ইউনিয়নের কেশবপুরের সৈনিক ব্রিকস ও সাগর ব্রিকস এবং হাঁসদিয়ার এম এস কে -১ ও চাঁদপুর ইউনিয়নের কাঁচিকাটা ব্রিজ এলাকার এসএসবি ভাটায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
ইট প্রস্তুত ও ভাটা ব্যবস্থাপনা (নিয়ন্ত্রণ) আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম। আদালত পরিচালনায় সহযোগিতা করেন কুমারখালী থানার এসআই বিপ্লব বিশ্বাস।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মিকাইল ইসলাম বলেন, মুচলেকা দেওয়ার পরও নিষিদ্ধ ড্রাম চিমনি ব্যবহার করায় সৈনিক, সাগর ও এমএসকে-১ ভাটা মালিকে ৮০ হাজার করে দুই লাখ ৪০ হাজার এবং এসএসবি ভাটাকে এক লাখ টাকা ৫০ হাজার টাকা (মোট তিন লাখ ৯০ হাজার) জরিমানা আদায় করা হয়েছে। পরবর্তীতে আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।