মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
রাত পোহালে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। আর উৎসবকে কেন্দ্র করে ফরিদপুর শহরের বিভিন্ন স্থানে বিক্রি হচ্ছে সরস্বতী প্রতিমা। তবে সবচেয়ে শহরে থানা মোড়ে অবস্থিত বেশি বিক্রি হচ্ছে ব্যাংক এশিয়ার সামনে । এখানে বিভিন্ন সাইজের প্রতিমা নিয়ে আসা হয়েছে। সর্বনিম্ন ১৫০ টাকা থেকে সর্বোচ্চ ৬০০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে এসব প্রতিমা।
এ ব্যাপারে এখানকার বিক্রেতা শম্ভুনাথ পাল ও বিষ্ণুপদ পাল জানান প্রতিবছরের মত এবছরও সরস্বতী প্রতিমা নিয়ে এসেছেন এখানে। তবে গত দুদিন যে পরিমাণ প্রথমে বিক্রি হয়েছে তার চেয়ে আজকে শেষ দিনে ভালো বেচাকেনা করতে পারবেন বলে আশা করেন তারা। তারা বলেন শেষ মুহূর্তে কম দামে হলেও তারা প্রতিমা গুলি বিক্রি করবেন।
এদিকে প্রতিমার পাশাপাশি এখানে বিক্রি হচ্ছে সরস্বতী পূজার অন্যতম সংগীত হিসেবে পরিচিত পলাশ ফুল ও তবে মোটামুটি দাম থাকার কারণে ক্রেতারা সংগ্রহ করছেন এগুলি ।
হিন্দু ধর্মালম্বীদের মতে সরস্বতী বিদ্যার দেবী আর তাই বেশিরভাগ হিন্দু ধর্মালম্বীদের বাড়িতে এই পূজা অনুষ্ঠিত হবে। তাছাড়া শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও এই পূজা অনুষ্ঠিত হবে। পূজাতে অঞ্জলি প্রদান প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হবে। এছাড়া বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানা গেছে ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ (লিটু সিকদার), মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha