মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি
সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে বিদ্যালয়ের ক্যাম্পাসে এর উদ্বোধন করেন ফরিদপুর জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সোহরাব হোসেন, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইকবাল হাসান ।
বক্তারা বলেন সুস্থ থাকতে হলে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তারা বলেন লেখাপড়া পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। অনুষ্ঠানে বক্তারা নারী শিক্ষায় এ বিদ্যালয়ের অবদান তুলে ধরে আলোচনা করেন।
তারা বলেন এই বিদ্যালয়ের প্রাক্তন অনেক কৃতি শিক্ষার্থী দেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ অবস্থানে প্রতিনিধিত্ব করছেন। ফরিদপুরে নারী শিক্ষায় ফরিদপুরে এ বিদ্যালয়টি বিগতদিনে অন্যতম ভূমিকা পালন করেছে এখনো তা অব্যাহত রয়েছে। বক্তারা বিদ্যালয়ের সার্বিক সফলতা কামনা করেন এবং আগামী দিনে ও এ ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ স্থানীয় জনসাধারণ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ (লিটু সিকদার), মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha