আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি
ঘন কুয়াশায় নৌ দুর্ঘটনা এড়াতে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টা থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।
ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট প্রান্তে পারাপারের অপেক্ষায় থাকা বিভিন্ন ধরনের যানবাহনের সংখ্যা ক্রমেই বাড়ছে। তীব্র শীতে অপেক্ষায় থাকা এসব যানবাহনের শ্রমিক-যাত্রীসহ ঘাটসংশ্লিষ্ট ব্যক্তিরা পোহাচ্ছে নানা দুর্ভোগ।
ঘাটসংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার সন্ধ্যার পর থেকেই কুয়াশা বাড়তে থাকে। রাত সাড়ে ১০টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরির বিকন বাতির আলো অস্পষ্ট দেখা দিলে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ফেরি বন্ধ থাকায় ঘাটে আটকে পড়া বাসের যাত্রীরা কনকনে শীতে চরম ভোগান্তিতে পড়েছেন।
দৌলতদিয়া ঘাট সাকুরা পরিবহনের সুপারভাইজার রাজু মোল্লা বলেন, ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে ঘাট কর্তৃপক্ষ। তীব্র শীতের মধ্যে যাত্রী ও চালকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে নারী ও শিশুদের শীতে কষ্ট হচ্ছে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোহাম্মদ সালাহ উদ্দিন জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে কুয়াশায় আচ্ছন্ন হয়ে চ্যানেলের মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কমে এলে ফেরি চলাচল স্বাভাবিক হবে। তখন ঘাটে অপেক্ষমাণ যানবাহনগুলো দ্রুত পারাপারের ব্যবস্থা করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ (লিটু সিকদার), মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha