রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে এক ভ্যানচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার ২ নম্বর ঈশ্বরদী ইউনিয়নের চামটিয়া গ্রামে রাস্তার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ লাশ উদ্ধার করে।
নিহত ব্যক্তির নাম সুকুমার (৩০), তিনি গোপালপুর পৌরসভার বাহাদীপুর গ্রামের মৃত যুগোলের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে স্থানীয়রা রাস্তার পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে দ্রুত থানায় খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ লাশ উদ্ধার করে। তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়টি লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান রাজু নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, লাশ পোস্টমর্টেমের জন্য প্রেরণের প্রস্তুতি চলছে এবং হত্যাকাণ্ডের সূত্র বের করার জন্য মাঠে পুলিশের চৌকস একটি টিম কাজ করছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫