সাহিদা পারভীন, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধিঃ
দলীয় কর্মকান্ড গতিশীল করতে রাজবাড়ীর কালুখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মতবিনিময় ও কর্মী সভা শুরু করেছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার কালুখালীর বোয়ালিয়া ইউনিয়ন বিএনপি বাংলাদেশ হাটে মতিনিময় সভার আয়োজন করে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান ভেন্ডার।
সভায় বিএনপি নেতা আবু বকর, নজরুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি জিল্লুর রহমান, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, আব্দুর রাজ্জাক রাজা, ইউনিয়ন যুবদলের সভাপতি জাহানগীর সরদার প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগন বলেন, আগষ্ট বিপ্লবের আগে যারা বিএনপির নীতি বিরোধী কাজ করেছে তাদের দলে ভেড়ার সুযোগ দেওয়া হবে না। মতবিনিময় সভায় নেতৃবৃন্দ বলেন, চলমান কমিটির সভাপতির মৃত্যু ও সাধারন সম্পাদকের অনুপস্থির কারনে দলীয় কর্মকান্ড স্থবির হয়ে পরেছে।
নেতাকর্মীরা দলীয় কর্মকান্ড গতিশীল করতে বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান ভেন্ডারকে সভাপতি এবং সাবেক ছাত্র ও যুবনেতা আব্দুর রাজ্জাক রাজাকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
উপস্থিত সকল নেতাকর্মী এ সিদ্ধান্তের প্রতি সহমত পোষন করে। নেতাকর্মীরা এ সিদ্ধান্তের প্রতি সহমত পোষনের জন্য উপজেলা ও জেলা বিএনপির নেতৃবৃন্দের প্রতি অনুরোধ করেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।