ফোন করে কোন করোনা রোগীর অসহায় পরিবার জরুরি অক্সিজেনের চাহিদা জানালে তাঁর বাড়িতে বিনা মূল্যে পৌঁছে দেওয়া হয় সিলিন্ডার। সাথে আক্রান্ত রোগীর জন্য ভিটামিন সি যুক্ত ফলমূল, করোনা সুরক্ষা সামগ্রী হিসেবে হ্যান্ড স্যানিটাইজার, সাবান, মাস্ক ও প্রয়োজনীয় ঔষুধ পৌঁছে যায় ওই পরিবারে।
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএম মোশাররফ হোসেন নিজ এলাকার করোনা রোগীদের পাশে দাঁড়াতে সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে এমন মানবিক সহায়তা কর্মসূচি শুরু করেছেন।
তাঁর পক্ষ থেকে একদল স্বেচ্ছাসেবক করোনা উপসর্গ নিয়ে অসুস্থ মানুষের বাড়ি বাড়ি গিয়ে অক্সিজেন সিলিন্ডার, সুরক্ষা সামগ্রী, ফলমূল ও ঔষুধ পৌঁছে দিচ্ছে।
এই স্বেচ্ছাসেবকদলের সদস্য ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এসএম বাকের ইদ্রিস জানান, চারটি অক্সিজেন সিলিন্ডার দিয়ে গত এক সপ্তাহে অন্তত 10 জন করোনায় আক্রান্ত রোগীকে অক্সিজেন সহায়তা দেওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খালেদুর রহমান মিয়া জানান, আমাদের উপজেলা হাসপাতালে এমনিতেই অক্সিজেনের স্বল্পতা রয়েছে। তাই করোনা রোগীদের জন্য উপজেলা চেয়ারম্যানের বিনা মূল্যে অক্সিজেন সহায়তা ও ভিটামিন সি যুক্ত ফলমূল দেওয়া একটি ব্যতিক্রমী মানবিক সহায়তা।
বীর মুক্তিযোদ্ধা এমএম মোশাররফ হোসেন গতকাল বুধবার (০৭.০৭.২০২১) বলেন, এবছর আমি সম্পূর্ণ নিজ উদ্যোগে এলাকায় এ পর্যন্ত জ্বর-সর্দি-কাশিতে আক্রান্ত চারশতাধিক সুবিধাবঞ্চিত পরিবারে ফলমূল, সুরক্ষা সামগ্রী ও প্রয়োজনীয় ঔষুধ পৌঁছে দিয়েছি।গত বছর করোনা শুরু হলে আমি একইভাবে কয়েক হাজার পরিবারকে ত্রাণ সহায়তা হিসেবে ব্যক্তিগতভাবে চাল, ডাল ও অন্যান্য খাদ্য সামগ্রী পৌঁছে দিতে গিয়ে নিজেই করোনায় আক্রান্ত হই। এবছর একদল স্বেচ্ছাসেবক এ কাজে আমাকে সহায়তা করছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha