ফরিদপুর ১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক রসায়ন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড.মোঃ ইলিয়াস মোল্লা বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি এটা নিশ্চিত করতে হবে।
খেলাধুলাসহ সুস্থ সাংস্কৃতিক চর্চা সৃষ্টিশীল প্রজন্ম গঠনে কার্যকর ভূমিকা রাখে। খেলাধুলা মানসিক বিকাশ ও শরীর গঠনে সহায়তা করে। ক্রীড়ার মাধ্যমে খেলোয়াড় সুলভ মনোভাব তৈরির দ্বার উন্মুক্ত হয়। ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটে। বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১১ টায় মধুখালী উপজেলার কোড়কদী রাসবিহারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে বক্তব্যে এ কথা বলেন তিনি।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ও প্রতিষ্ঠানের দাতা সদস্য হাসান শেখ, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কাসেদ আলী মোল্লা এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ফরিদপুর ১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী প্রফেসর ড.মোঃ ইলিয়াস মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক কামরুল ইসলাম, সাবেক সভাপতি রউফ ইসলাম, সহকারী শিক্ষক মুন্সি শাহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫