সাহিদা পারভীন, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধিঃ
রাজবাড়ীর কালুখালী উপজেলায় প্রাণী সম্পদ উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ প্রশিক্ষণের উদ্বোধন করেন।
কালুখালীর কালিকাপুর ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম রতন, উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মাহবুব হাসান, কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম রতন জানান, মানিকগঞ্জ, ঢাকা,মুন্সিগঞ্জ,রাজবাড়ী, ফরিদপুর,মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতাধীন সুফলভোগীদের এ প্রশিক্ষনে কালুখালীর ৫০ জন সুবিধাভোগী অংশগ্রহন করেছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।