মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে জোনাল ব্যাডমিন্টন টুর্নামেন্ট হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে পানি অবদা অফিসার্স কলোনি মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় কুষ্টিয়া দল চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে । প্রতিযোগিতায় রানার আপ চুয়াডাঙ্গা দল। রাতে অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাহান সিরাজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী পশ্চিমাঞ্চল
(বাপাউবো) ফরিদপুর।
অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন সুলতান মাহমুদ তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফরিদপুর পানি উন্নয়ন সার্কেল (বাপাউবো) ফরিদপুর, মোঃ আব্দুল হামিদ তত্ত্বাবধায়ক প্রকৌশলী কুষ্টিয়া পানি উন্নয়ন সার্কেল (বাপাউবো) কুষ্টিয়া। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদ রাকিব হোসেন নির্বাহী প্রকৌশলী
(বাপাউবো) ফরিদপুর ।
মোট দশটি জেলা দল দুইদিন ব্যাপী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন প্রতিযোগিতার দ্বিতীয় দিন কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, এবং পরবর্তীতে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করেন। এ সময় ফরিদপুরের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উক্ত খেলা উপভোগ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ (লিটু সিকদার), মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha