রবিউল ইসলাম রুবেল, স্টাফ রিপোর্টার
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় ফরিদপুরের বোয়ালমারীতে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে কাবাডি প্রতিযোগিতা (অনূর্ধ্ব-১৮) অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে চতুল ইউনিয়ন (অনূর্ধ্ব-১৮) দল। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকাল ৪টার দিকে বোয়ালমারী উপজেলার পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এ প্রতিযোগিতায় চতুল ইউনিয়ন পরিষদ (অনূর্ধ্ব-১৮) দল চ্যাম্পিয়ন ও গুনবহা ইউনিয়ন পরিষদ (অনূর্ধ্ব-১৮) দল রানার আপ হয়েছে। এতে শ্রেষ্ঠ খেলোয়াড় হয়েছেন চতুল দলের খেলোয়াড় আতিকুল শেখ। বোয়ালমারী পৌরসভাসহ দশটি ইউনিয়নের মোট ১১টি দল এ খেলায় অংশ গ্রহণ করে।
খেলা শেষে সমাপনী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল, অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম রসূল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাজী দেলোয়ার হোসেন, গুনবহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড. সিরাজুল ইসলাম, চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম, সাবেক কাউন্সিলর মহুয়া মহু প্রমুখ। এ ছাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ক্রীড়ামোদী দর্শকের উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫