মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি
ঝালকাঠির নলছিটিতে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করে ঝালকাঠি জেলা প্রশাসন।মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে নলছিটি পৌরশহরের কান্ডপাশা গোহালকাঠী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বুদুমবাড়ি মাঠে ঐতিহ্যবাহী এ দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
নলছিটি উপজেলা প্রশাসনের বাস্তবায়নে বিকেলে ৪ টায় এই ঘোড়দৌড় প্রতিযোগিতায় বাহারি নামের ৮ টি ঘোড়া অংশ নেয় এবং ৩ রাউন্ডে দৌড় প্রতিযোগিতা করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ী ঘোষণা করে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, খেলা শুরু হলে মাঠের চারদিকে হাজারো দর্শকের উচ্ছ্বসিত আনন্দ ছড়িয়ে পড়ে। দর্শকের মুহুর্মুহু করতালি আর চিৎকারে অন্যরকম আনন্দ বয়ে যায়। শিশু যুবক বৃদ্ধসহ খেলা উপভোগ করেন সকল বয়সী নারীরাও। এ যেনো চিরায়ত বাঙালির চিরচেনা মিলনমেলা।ঘোড় দৌড় প্রতিযোগিতা দেখতে দুপুর থেকে আশপাশের এলাকাগুলো থেকে সব বয়সের নারী-পুরুষ-শিশু আসতে থাকে।
ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে আসা শিক্ষার্থী আহাদ হোসেন বলেন, খেলা দেখার জন্য দুপুর থেকে এসে বসে আছি খুব আনন্দ পেয়েছি। এতদিন শুধু বই পুস্তকে পড়েছি এবং শুনেছি। কিন্তু আজ নিজ চোখে দেখে খুব মজা পেয়েছি।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও নগদ অর্থ বিতরণ করেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. আশরাফু রহমান, জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় ও অন্যান্য অতিথিবৃন্দ। পরে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।