করোনা বিস্তার রোধে সারাদেশে চলমান কঠোর লকডাউনে গতকাল মঙ্গলবার ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসনের নজরদারি জোরদার ছিল।
দেশব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা উদ্বোগজনক বৃদ্ধি পাওয়ায় মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্তে আগামী ১৪জুলাই পর্যন্ত কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। লকডাউন শেষ না হতেই উক্ত সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেন স্থানীয়রা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার সাথে কথা হলে তিনি বলেন, সদরপুর উপজেলায় করোনা ভাইরাসের সংক্রমণ রেকর্ড পরিমান বেড়ে যাওয়ায় আইন শৃংক্ষলা বাহিনী ও সেনাবাহিনী নিয়ে আমরা প্রতিদিন টহল দিচ্ছি। আইন ভঙ্গকারীদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা ও অর্থদন্ড করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫