মোঃ আমিরুল ইসলাম, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রাম উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস।
এছাড়া সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাহাব উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, বনপাড়া হাইওয়ে থানা ওসি মো. ইসমাঈল হোসেন, বনপাড়া কলেজের সহকারী অধ্যাপক এম লুৎফর রহমান, উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী কর্মকর্তা সন্ধ্যা মার্ডি, বড়াইগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল মোমিন, বড়াইগ্রাম স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি আলহাজ সাইফুর রহমান প্রমুখ।
সভায় বনপাড়া পৌর শহরের যানজট নিরসন, গোপালপুর ইউনিয়নে গোলাগুলির ঘটনার অস্ত্র উদ্ধার-আসামী আটক, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ, গ্রাম আদালত, সহ কয়েকটি বিষয়ে আলোচনা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ (লিটু সিকদার), মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha