ইসমাইল হােসেন বাবু, ষ্টাফ রিপাের্টার
কুষ্টিয়ায় দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের মাদিয়া এলাকায় অবৈধ ইটভাটায় কাঠ পোড়ানোর দায়ে ১লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বিকালে এ অভিযান পরিচালনা করেন, দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্টেট মো. আব্দুল হাই সিদ্দিকী।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের মাদিয়া এলাকায় জনৈক তোয়ায়েল হোসেনের অবৈধ ইটভাটায় কাঠ পোড়ানো হচ্ছে জানতে পেরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ভ্রাম্যমান আদালত অবৈধ ভাবে ইট প্রস্তুত, ইটভাটা স্থাপন আইন ২০১৩ এর ৬ ধারা মতে ইট পোড়ানোর কাজে জ্বালানী হিসাবে কাঠ পোড়ানোর দায়ে ইটভাটায় দায়িত্বরত কামাল হোসেন কে ৪০ হাজার ও আব্দুল মালেক কে ৬০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।
এ সময় পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়া এর সিনিয়র কেমিস্ট হাবিবুল বাশার সহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা উপন্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।