মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ইসলামিক ফাউণ্ডেশনের আয়োজনে এই প্রথম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হল রুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আলফাডাঙ্গা ইসলামিক ফাউণ্ডেশনের সুপারভাইজার মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন উপজেলা ইসলামিক ফাউণ্ডেশনের এম সি মাওলানা তামিম আহমেদ, ফিল্ড অফিসার মো. রাসেল ও উপজেলা প্রকৌশলী মো. রাহাত ইসলাম।
উক্ত প্রতিযোগিতায় তিন ক্যাটাগরিতে প্রায় শতাধিক প্রার্থী অংশ গ্রহণ করেছে। বিচাকরের চূড়ান্ত সিদ্ধান্তে তিন গ্রুপের মোট ৯ জনকে বিজয়ী করা হয়।
অতিথিদের বক্তব্যে শেষে বিজয়ীদের সনদ প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫