মুন্সী সাদেকুর রহমান শাহীন, গোপালগঞ্জ ব্যুরো প্রধানঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের ভাঙ্গার হাট বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (পিএলসি)'র এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে ।
মঙ্গলবার বেলা ১১ টায় ভাঙ্গার হাট বাজারের ডগলাস রোডে সিসিলিয়া মার্কেটের ২য় তলায়, মেসার্স তালুকদার এন্টারপ্রাইজের সত্বাধীকারী (ব্যবস্থাপনা পরিচালক) আল ইমরান এ এজেন্ট ব্যাংকিং এর প্রধান দায়িত্বে থেকে পরিচালনা করবেন।
এজেন্ট ব্যাংকিংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে মাহমুদুল হাসান এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি টেকেরহাট শাখার মাদারীপুর , এর সভাপতিত্ব করেন । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোঃ সরোয়ার হোসেন এক্রিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বরিশাল জোন বরিশাল বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে ফিতা কেটে উক্ত ব্যাংকিং সেবার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে মনজুরুল ইসলাম মোর্শেদ সঞ্চালনা করেন।অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শিক্ষক হাজী হাবিবুর রহমান শেখ, ভাঙ্গার হাট বাজারের সভাপতি সিরাজুল হক মোল্লা, সাধারণ সম্পাদক শ্যাম প্রসাদ বারৈ। বক্তারা বলেন, ইসলামী ব্যাংক একটি আন্তর্জাতিক মানের অর্থনৈতিক প্রতিষ্ঠান, আমরা ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকের শাখা আমাদের দোরগোড়ায় পাওয়ার কারণে আমাদের বাজার ব্যবসায়ী হতে শুরু করে সকল মহলের লোকজন সহজভাবে ব্যাংকিং সেবা নিতে পারবে।
এর আগে মোঃ রুহুল আমিন তালুকদার, মহাগ্রন্থ আল কুরআনের দুটি সূরা তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা ও সবশেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে আগত অতিথিবৃন্দের মধ্যহভোজের আয়োজন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫