রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্যপদ নবায়ন কার্যক্রমের জন্য কমিটি গঠন করা হয়েছে। বিএনপির সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
কমিটির আহ্ববায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন লালপুর - বাগাতিপাড়ার কৃতি সন্তান, অন্যতম জনপ্রিয় নেতা, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন, মো: তারিকুল ইসলাম তেনজিং ও মো: আব্দুস সাত্তার পাটোয়ারী।
তাইফুল ইসলাম টিপুকে কমিটির সদস্য করায় লালপুর - বাগাতিপাড়ার মানুষ আনন্দ প্রকাশ করে তারেক রহমানকে ধন্যবাদ জানান।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।