কমরেড খোন্দকার, ইউরোপ ব্যুরো প্রধান
ইতালির মানতোভায় দুইদিনব্যাপী বাংলাদেশ কনস্যুলেট মিলান এর আয়োজনে আল মিনা মসজিদের সার্বিক তত্ত্বাবধানে ও বাংলাদেশী কমিউনিটির সহযোগিতায় দূতাবাস সেবা সম্পন্ন হয়েছে। দূতাবাসের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ইতালি মানতোভায় এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। দুইদিনে প্রায় আট শতাধিক প্রবাসী এই অস্থায়ী ক্যাম্প থেকে দূতাবাস সেবা গ্রহণ করেছেন। এই ক্যাম্প থেকে প্রবাসী দের জন্য ই-পাসপোর্ট, এমআরপি পাসপোর্ট নবায়ন, ফ্যামিলি সার্টিফিকেট, নো ভিসা সহ ওয়েজ অনার্স বোর্ডের সদস্য সেবা প্রদান করা হয়।
মিলান কনস্যুলেট এর কনসাল তাজুল ইসলাম ও শ্রম কনসাল সাব্বির আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে দূতাবাসের কর্মকর্তাদের সহযোগিতায় এই ক্যাম্প থেকে প্রবাসীরা সেবা গ্রহণ করতে পেরে আয়োজকদের ধন্যবাদ জানান এবং আগামীতে যেন মানতোভায় এই দূতাবাস সেবা অব্যাহত থাকে সেই অনুরোধ করেন।
মানতোভার আল মিনা মসজিদের পরিচালনা কমিটির সভাপতি মো. জাকির হোসেন সহ মসজিদ কমিটির সকলের সার্বিক ব্যবস্থাপনায় দূতাবাস ক্যাম্পে বাংলাদেশী কমিউনিটির মধ্যে সহযোগিতা করেন মিন্টু মিয়া, মো. আব্দুল আহাদ, মো. রুমেল, মো. নেছার, সজল চৌধুরী, মো. মোশারফ, মো. শাহীন, মো. স্বপন, মো. সুহেল, মোশারফ সরকার, মো. আজহার, মো. শিশির, মো. কবির, মো. মোরাদ, মো. ইয়াসিন, মো. জয়তু, মো. হিমেল, মো. আলী, মো. আজাদ ও মো. রাজু।
দুইদিনের অস্থায়ী দূতাবাস সেবার প্রথম দিনে দূতাবাস সেবা পরিদর্শন করেন স্থানীয় মানতোভা শহরের প্রেসিডেন্ট সহ স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা।
মিলান কনস্যুলেট এর সকল কর্মকর্তাদের সুন্দর সেবার মধ্যে দিয়ে দুই দিনে প্রবাসীরা দূতাবাস সেবা গ্রহণ করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। বন্ধের দিনে এমন আয়োজন দূতাবাসের প্রশংসনীয়। এই দূতাবাস ক্যাম্প পরিচালনা করলে প্রবাসীরা কর্মস্থলে থেকে কাজ অফ করে দূতাবাসের কাজগুলো সম্পন্ন করতে পারেন। পরিশেষে কনস্যুলেট এর এই সেবা কার্যক্রম যেন অব্যাহত থাকে, এমনটাই প্রত্যাশা প্রবাসীদের।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫