রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) সকালে লালপুর উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) শিমুল আক্তার, লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মমিনুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ওয়াজেদ আলী মৃধা, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি -২ এর লালপুর জোনাল অফিসের ডিজিএম মো. রেজাউল করিম, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক ও সুধীবৃন্দ।
সভায় দপ্তর ভিত্তিক সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনের নজরদারি, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।