রাজবাড়ী জেলার পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোমবার ৫ জুলাই দুপুরে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় সামছুন্নাহার (৫০) নামের ১মহিলা মারা গেছেন।
তার বাড়ী পাংশা উপজেলার হাবাসপুর ইউপির চর ঝিকড়ী গ্রামে। স্বামীর নাম নিজাম উদ্দিন। আগেরদিন রবিবার সকালে তাকে পাংশা হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, সোমবার পাংশা হাসপাতালে ৪৪ জনের র্যাপিড এ্যান্টিজেন্ট টেস্টে ১১ জনের রিপোর্ট পজিটিভ হয়। সোমবার পর্যন্ত পাংশা হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন ১৬ জন।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ ফিরোজ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫