রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখা। সোমবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলার আরবাব ইউনিয়নের ২ নং ওয়ার্ড জামায়াতের আয়োজনে বড়বড়িয়া বাজার শেডঘরে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
বড়বড়িয়া ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ আমিনুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের আমির মোঃ আব্দুর রউফ। এ সময় তিনি দরিদ্র মানুষদের খোঁজখবর নেন এবং তাদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন অধ্যাপক রেজাউল করিম, বড়বড়িয়া নুরানি ও হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ আজগর আলী, বালিতিতা ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ফজলুর রহমান হেলাল ও অন্যান্য কর্মী সমর্থকগণ।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।