হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালী বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার বুড়িরচর শহীদ আলী আহাম্মদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষকদল এই সমাবেশের আয়োজন করে।
সমাবেশে বুড়িরচর ইউনিয়ন কৃষকদলের আহবায়ক ফখরুল ইসলাম মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মাসউদুর রহমান বাবর।
বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের আহবায়ক মো: আব্দুর রব, বুড়িরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নিজাম চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো: ফাহিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নজরুল ইসলাম আদনান, কৃষকদলের সদস্য সচিব মো: নুরুল ইসলাম হকসাব, ডাক্তার তসলিম আলম, বেলাল উদ্দিন ও আমির আল কাউসারসহ অনেকে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা সহশ্রাধিক কৃষক ও বিএনপির কর্মী ও সমর্থকরা।
সমাবেশে বক্তারা বলেন, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বিভিন্ন ইউনিয়নে কৃষকদের নিয়ে এই সমাবেশ করা হচ্ছে। গ্রাম পর্যায়ের কৃষকদের সংঘটিত করার লক্ষ্যে এই সমাবেশের আয়োজন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।