ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার ভেড়ামারায় জাতীয় নাগরিক কমিটি অসহায় ও দুস্থ শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে।
জাতীয় নাগরিক কমিটির ভেড়ামারা প্রতিনিধি মোঃ জান্নাতুল ফেরদাউস টনি ও শোভন আহমেদের নেতৃত্বে এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ সময় প্রায় ১৫০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
আজ সোমবার ২৭শে জানুয়ারি, ভেড়ামারার মধ্যবাজারে ভেড়ামারা উপজেলা নাগরিক কমিটির অন্যান্য সদস্যদের নিয়ে এই কার্যক্রম পরিচালনা করা হয়।
ভেড়ামারা উপজেলা নাগরিক কমিটির প্রতিনিধি মোঃ জান্নাতুল ফেরদাউস টনি বলেন, প্রশাসনের সার্বিক সহযোগিতায় অসহায় দুস্থ পরিবারের মাঝে সহায়তা পৌঁছাতে পেরে ভালো লাগছে। আমরা নাগরিক কমিটি, নিজস্ব অর্থায়নেও উপজেলার বিভিন্ন পয়েন্টে কম্বল বিতরণের মাধ্যমে অসহায় ও দুঃস্থ মানুষের শীত নিবারণের চেষ্টা করে আসছি। নাগরিকদের অধিকার রক্ষা করা আমাদের অঙ্গীকার, সেটা করতে আমরা নাগরিক কমিটি বদ্ধপরিকর।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।