ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরে দক্ষিণ আলিপুরের স্থায়ী বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা দিলীপ কুমার সরকার (৮০) কে রাষ্ট্রীয় সম্মান গার্ড অফ অনার প্রদান করা হয়।
আজ সোমবার সকাল ১১ টায় ফরিদপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম মোঃ লুৎফর রহমান। এ সময় পুলিশের একটি দল তাকে গার্ড অফ অনার প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম জামাল, বীর মুক্তিযোদ্ধাএ কে এম ফজলুল হক বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা, পিকে সরকার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইয়াকুব আলী বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান বাচ্চু এ সময় এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গতকাল রবিবার ঢাকার হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তার শেষকৃত্য আজ সোমবার বেলা একটার দিকে ফরিদপুর অম্বিকাপুর পৌর শ্মশানে অনুষ্ঠিত হবে।
মৃত্যুকালে তিনি স্ত্রী এক পুত্র ভাই বোন সহ অন্যান্য গুনগ্রাহী রেখে গেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫