আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিষ পানে তাজ্জামুল হক (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সে উপজেলার রাধানগর ইউনিয়নের তেঘড়িয়া লাল পুকুর গ্রামের মৃত উসমান আলীর ছেলে।
রবিবার (২৬) রাত আনুমানিক ২ টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের তেঘড়িয়া লাল পুকুর গ্রামে এই ঘটনা ঘটে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল বাশার জানান, রবিবার রাত ২ টার দিকে পারিবারিক কলহের জেরে মৃত তাজ্জামুল নিজ ঘরে বিষ পান করে। বিষ পানের ঘন্টা খানেক পর তার চিৎকারে তার স্ত্রী কমেলা বেগমসহ পরিবারে লোকজন ছুটে আসলে দেখতে পান বিষ পান করে চিৎকার করছে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়। সেখানে চিকিৎসা অবস্থা সকাল সারে ৮টার দিকে তার মৃত্যু হয়। এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।