ওবায়দুল হক মানিক, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি
সংযুক্ত আরব আমিরাতের ৫২ জন সিআইপিকে বাংলাদেশ কমিউনিটি সম্মাননা প্রদান করেছেন। জুলাই বিপ্লবে বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের প্রতি প্রবাসীদের যে সমর্থন এবং আত্মত্যাগ ছিল তা অবিস্মরণীয়। অন্তর্বর্তী সরকার প্রবাসীদের এই অবদানের প্রতি প্রতিদান দিতে প্রস্তুত।তিনি বলেন, ৫ আগষ্টের পূর্বে বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনকে যারা বিভিন্নভাবে বেগবান করেছে তাদের প্রতি আজ আমরা কৃতজ্ঞ।এই কৃতজ্ঞতার প্রতিদান দিতে চায় অন্তবর্তি সরকার। ইতিমধ্যে প্রবাসীদের কথা চিন্তা করে প্রবাসীদের জন্য নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
গত শুক্রবার (২৪ জানুয়ারী) রাতে আমিরাতের আজমানে অনুষ্ঠিত সিআইপি সংবর্ধনাতে বাংলাদেশ সরকারের যুব ক্রিড়া ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া এসব কথা বলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দুবাইস্থ বাংলাদেশ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ইয়াকুব সৈনিক, প্রধান সমন্বয়ক ছিলেন কমিউনিটি নেতা প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন, কমিউনিটি নেতা কনসালটেন্ট মীর কামাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএ'ই আজমান প্রদেশের রাজ পরিবারের সদস্য শেখ মোহাম্মদ সাইদ রাশেদ হুমাইদ আলনুঈমি।বিশেষ মেহমান হিসেবে আরো উপস্থিত ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ, দুবাই কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান। প্রথমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।এতে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির সদস্য সচিব সাংবাদিক শিবলী আল সাদিক। রেমিট্যান্স বিষয়ে বক্তব্য দেন টেপ টেপ সেন্ট এর হেড অব গ্রোথ (বাংলাদেশ) সুদর্শন সুভাশিষ দাস। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আমানুল কিবরীয়া, বাংলাদেশ সমিতি শারজাহ সাবেক সভাপতি শরাফত আলী। বিশেষ সম্মাননা প্রদান করেন সমিতি শারজাহ'র ভাইস প্রেসিডেন্ট রেমিট্যান্স যোদ্ধা ব্যবসায়ী শাহাদাত হোসেনকে।
কামরুল হাসান জনি ও রোমানা বর্ণী সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও আয়োজক কমিটির মাধ্যমে আগত সিআইপিদের বিভিন্ন পর্যায়ে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। প্রধান অতিথিকে প্রবাসীদের পক্ষে ফুলেল শুভেচ্ছা জানান আমিরাতে নবগঠিত সার্ক সাংবাদিক ফোরাম, সিলেট ফোরাম, কুমিল্লা প্রবাসী ও চকরিয়া প্রবাসীসহ কিছু সংগঠন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বাংলাদেশ বিজনেস ফোরাম ইউ এ ই'র সভাপতি কামাল হোসেন সুমন, ইঞ্জিনিয়ার মোঃ শহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম মোঃ ইউসুফ, জাকির হোসেন, ইয়াসিন আরাফাত, মোঃ আবু তৈয়ব, মানিকুল ইসলাম।
সার্বিক পরিচালনায় ছিলেন সাংবাদিক সিরাজুল হক, সাংবাদিক নাসিম উদ্দিন আকাশ, সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার, খোরশেদুল আলম জাশেদ, সাংবাদিক সঞ্জিত কুমার শীল, সার্ক সাংবাদিক শামসুর রহমান সোহেল, সাংবাদিক ওবায়দুল হক মানিক, গোলাম সরওয়ার, সংগঠক মোঃ শামীম, ডিজাইনার কালিম জনি, সিনিয়র শিল্পী জাবেদ আহমেদ মাসুম, মোঃ রিদওয়ান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ (লিটু সিকদার), মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha