ইসমাইল হােসেন বাবু, ষ্টাফ রিপােটার
কুষ্টিয়ারকুমারখালীতে দেড়শ রক্তদাতাকে সম্মাননাপ্রদানকরলো স্বেচ্ছাসেবীউন্নয়নসংস্থা ইয়থ ডেভলপমেন্ট ফোরাম। ২৫ জানুয়ারী শনিবার শহরের সাংবাদিক কাঙ্গালহরিনাথ মজুমদার স্মৃতি যাদু ঘর মিলনায়তনে এই রক্তদাতা সম্মাননা- ২০২৫ অনুষ্ঠানেতাদেরকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম। ইয়থ ডেভলপমেন্ট ফোরামের চেয়ারম্যান তরুন সমাজ সেবক আশিকুল ইসলাম চপলের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন কুমারখালী সরকারী কলেজের বাংলা বিভাগীয় প্রধান অধ্যাপক জিল্লুর রহমান মধু।
বিশেষঅতিথি ছিলেন মেঘনাইন্সুরেন্স কোম্পানীরসহকারীব্যবস্থাপকজিল্লুররহমান, কুমারখালী প্রেস ক্লাবের সভাপতি লিপু খন্দকার ও পুলিশ কর্মকর্তা সোহাগ হোসেন।
মাহমুদ শরীফের পরিচালনায় ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফ্যামেলী য়ার হাসপাতালের পরিচালকসু জয়চাকী, বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালের পচিালক সুরুজ আলী বিশ্বাস, কুমারখালী প্রেসক্লাবের সেক্রেটারী সোহাগ মাহমুদ, সাংবাদিক মাহমুদুল হাসান আলাল, প্রভাষক সাইফুদ্দিন মজনু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমারখালীর আহ্বায়ক আব্দুর রহমান। রক্তদাতাদের মধ্যে বক্তব্য রাখেন সুলতান মারুফতালহা,সাগর শেখ, আরিফুলইসলাম, সামিউল ইসলাম, রুবেল হোসেন, এনামুলহক, নূরুল ইসলাম সোনা প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ কাউছার আহমেদ। মএর পর সবাইকে উত্তরিয় পরিয়ে বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানের মাঝে মাঝে সংগীত পরিবেশন করেন আলোকিত শিল্পী গোষ্ঠির পরিচালক জহির বিন মাজিদ। শেষে কুমারখালী, কুষ্টিয়া ও খোকসাউপজেলার ৫টিরক্তদাতা সংগঠন ও ১৫৫জন রক্তদাতাকে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন অতিথিবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।