রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
অবশেষে লালপুর ও বাঘা উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ ও রাজনৈতিক ব্যক্তিদের তৎপরতায় নাটোরের লালপুরের বসন্তপুর বিলের কৃষক ও পুকুর মালিকদের মধ্যে সমন্বয় করে এক যুগেরও বেশি সময় পরে নিরসন করা হলো বসন্তপুর বিলের জলাবদ্ধতা। চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো: নজরুল ইসলামের নেতৃত্বে বিলের কৃষকগন দীর্ঘদিন ধরে জলবদ্ধতা সমস্যা সমাধানের জন্য প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিদের দ্বারে দ্বারে ঘুরছিলেন।
এদিকে গত ১১ জানুয়ারি দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকায় বিষয়টি তুলে ধরে ‘লালপুরের বসন্তপুর বিলে অনিশ্চিত ১০ হাজার বিঘা জমিতে বোরো ধানের চাষাবাদ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে বিলের কৃষকদের দীর্ঘদিনের সমস্যাটি সমাধানের জন্য তৎপর হয়ে ওঠে উপজেলা প্রশাসন। সংবাদ প্রকাশের পরদিন বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল বিলটি পরিদর্শন করে যান।
লালপুর উপজেলা প্রশাসনের মধ্যস্থতায় বাঘা উপজেলা প্রশাসন, পুকুর মালিক, কৃষক ও অন্যান্য অংশীজনের সাথে আলোচনা করে শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে বিলের ২৬ টি পুকুরের পাড় কেটে জলবদ্ধতা নিরসনের এর জন্য কাজ শুরু করা হয়।
এ সময় রাজশাহী জেলা বিএনপি'র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, বাঘা উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বাংলাদেশ সেনাবাহিনী, লালপুর থানা পুলিশ, বাজুবাঘা ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক নজরুল ইসলাম, বিএসসি শিক্ষক জুয়েল, শিক্ষক ফরিদ উদ্দিন, বিলের পুকুর মালিক ও কৃষকেরা উপস্থিত ছিলেন।
বিলের জলবদ্ধতা নিরসন করায় রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ, বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মোঃ তাইফুল ইসলাম টিপু ও বিলের কৃষকেরা সন্তুষ্টি প্রকাশ করেন। এ বিষয়ে তারা বলেন, বিগত সময়ে আওয়ামীলীগের নেতারা বিলে পুকুর কেটে জলাবদ্ধতা সৃষ্টি করেছিল। দীর্ঘদিন পর বিলে পুকুরের পাড় কেটে জলাবদ্ধতা নিরসনের মাধ্যমে আরেকটি আওয়ামী দখলদারিত্বের অবসান ঘটানো হলো।
এ বিষয়ে বাজু বাঘা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নজরুল ইসলাম দীর্ঘ এক যুগ পর বিলে বোরো ধানের আবাদ করতে পারবেন বলে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলেন, দীর্ঘদিন ধরে বিলের জলাবদ্ধতা নিরসনের জন্য উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের দ্বারে দ্বারে ঘুরেছি। অবশেষে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সহায়তায় উপজেলা প্রশাসনের সমন্বয়ে বিলের জলবদ্ধতা নিরসন করা সম্ভব হলো। এজন্য তিনি তাইফুল ইসলাম টিপু, আবু সাঈদ চাঁদ ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয়ে লালপুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান জানান, "দীর্ঘদিন ধরে বিলের কৃষকরা জলাবদ্ধতা সমস্যায় ভুগছিলেন। অবশেষে রাজনৈতিক ব্যক্তিত্ব ও অন্যান্য অংশীজনের সহায়তায় অস্থায়ীভাবে বিলের জলবদ্ধতা নিরসন করা হয়েছে। প্রস্তাবিত বিএডিসি'র সেচ প্রকল্পটি বাস্তবায়িত হলে স্থায়ীভাবে বিলের জলবদ্ধতার সমাধান হবে।"
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ (লিটু সিকদার), মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha