আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে নাটোরের বাগাতিপাড়ায় পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ উৎসবে সভাপতিত্ব করেন এসিল্যান্ড (ভারপ্রাপ্ত ইউএনও) সুরাইয়া মমতাজ।
উপজেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক আরশাদ আলীর সঞ্চালনায় পিঠা উৎসবে অংশগ্রহণ করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের তালিকাভুক্ত নারী উদ্যোক্তাগণ এবং সংগীত ও নৃত্য পরিবেশন করেন উপজেলা শিল্পকলা একাডেমি এবং ‘তা থৈ’ নৃত্যকলা একাডেমির শিল্পীরা।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আখতার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম, ‘ক্যাব’ উপজেলা শাখার সেক্রেটারি প্রভাষক আরিফুল ইসলাম তপু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাটোর জেলা শাখার যুগ্ম আহবায়ক মাশরাফি বিন মোস্তফা সাফাত ও মোনায়েম ইসলাম রুমী সহ শতাধিক ছাত্র, শিক্ষক, অভিভাবক, যুবক, যুবক,নারী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ (লিটু সিকদার), মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha