সাহিদা পারভীন, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর কালুখালী উপজেলার গান্ধিমারা বাজার এলাকায় বাইক্রোবাসের ধাক্কায় মোঃ মোকাররম হোসেন নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছে। শনিবার বিকেলে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মোটর সাইকেল চালক মোঃ মোকাররম হোসেন রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার বিকয়া এলাকার মৃত মোতাহারের ছেলে।
রাজবাড়ী জেলার পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, শনিবার বিকেলে গান্ধিমারা বাজার এলাকায় একটি চলন্ত মোটর সাইকেলের পিছন থেকে থাক্কা মারে দ্রুতগতির একটি মাইক্রোবাস। এ সময় মোটর সাইকেলের চালক মোকাররম ছিটকে পরে ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরো জানান, এ ঘটনায় ওই মাইক্রোবাসটিকে চালকসহ আটকের চেষ্টা চলছে। পাশাপাশি আইনগত ব্যাবস্থা চলমান আছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ (লিটু সিকদার), মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha