মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরে বেল্ট প্রদান অনুষ্ঠান ও পঞ্চম আন্তঃ কিং কারাতে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল দশটা থেকে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলা প্রশাসন ও কিং ক্যারাতে বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কিং ক্যারাতে বাংলাদেশের পরিচালক জহিরুল ইসলাম আলীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে রাব্বি, আরচারী ফেডারেশনের সদস্য মাসুদুর রহমান চুন্নু, সরকারি রাজেন্দ্র কলেজের বাংলা বিভাগের প্রভাষক শহিদুল ইসলাম, মুসলিম মিশন কলেজের অধ্যক্ষ আব্দুল আল মামুন, হাজী তোফাজ্জল বেপারী, গ্লোরি চাইল্ড হোম এর অধ্যক্ষ গোপাল চন্দ্র প্রামাণিক প্রমুখ।
এ সময় প্রতিযোগীরা তাদের কারাতে দক্ষতা উপস্থিত দর্শকদের মাঝে প্রদর্শন করেন। কিং ক্যারাতে বাংলাদেশের পক্ষ থেকে "বেস্ট স্টুডেন্ট অফ দ্যা ইয়ার" নির্বাচিত হয়েছে আবু হানিফা সিয়াম।
অনুষ্ঠানে ৩৪টি স্বর্ণপদক, ৩৪টি রৌপ্য পদক এবং ৭৮টি ব্রোঞ্জ পদক প্রদান করা হয়। এছাড়া বিজয়ীদের মাঝে বেল্ট প্রদান ও পুরস্কার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ (লিটু সিকদার), মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha