মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি
নরসিংদীর শিবপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের বংশিরদিয়া বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম কিন্ডারগার্টেনে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ (২৫ জানুয়ারি) শনিবার সকাল ১১ টায় কিন্ডারগার্টেন মিলনায়তনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাখাওয়াত হোসেন ভূঁইয়া, প্রাক্তন সভাপতি, গভর্নিং বডি, গুলেস্তা-হাফিজ মেমোরিয়াল ইনস্টিটিউট। আরো উপস্থিত ছিলেন, সভাপতি মোঃ সুলতান মিয়া, ম্যানেজিং কমিটি, বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম কিন্ডারগার্টেন। উনারা বলেন, অত্র অঞ্চলে বৃত্তি পরীক্ষায় সবচেয়ে ভালো রেজাল্ট করে এই কিন্ডারগার্টেন। এই কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষিকা সহ সকল শিক্ষিকার পরিশ্রমের কারণে এত ভালো সুনাম হয়েছে স্কুলটির।
এই কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষিকা কণিকা রানী দেবনাথ বলেন, আমরা আমাদের কিন্ডারগার্টেন স্কুলের বাচ্চাদের পড়ালেখার স্বার্থে ও সার্বিক বিবেচনায় আপনাদেরকে নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করেছি। ২০২৫ সালে আমাদের স্কুলের পুরস্কারপ্রাপ্ত ছাত্র-ছাত্রীর সংখ্যা ১২০ জন। আমাদের স্কুলে বর্তমানে ছাত্র-ছাত্রীর সংখ্যা ২৬৩ জন। আপনারা বাড়িতে আপনাদের বাচ্চাদের সর্ব দিকে খেয়াল রাখবেন। আমরা সব সময় আমাদের স্কুলের বাচ্চাদের দিকনির্দেশনা দিয়ে যাচ্ছি, আপনারা রুটিন গুলো খেয়াল রাখবেন ও ফলো করবেন। আমি আমার স্কুলের বাচ্চাদের সর্বদা সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
এই কিন্ডারগার্টেন স্কুলের অনুষ্ঠানে সকল সহকারী শিক্ষিকা, ছালমা বেগম, মাজেদা আক্তার, মাহমুদা বেগম, কাঞ্চন, নাছরিন বেগম, রেনু আক্তার, নাদিরা আক্তার, তানজিনা আক্তার, জান্নাতুল ফেরদৌস রত্না, নাছরিন আক্তারসহ অত্র স্কুলের ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ (লিটু সিকদার), মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha