মানিক কুমার দাস, জেলা প্রতিনিধি, ফরিদপুর
বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর দশম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে ফরিদপুর শহরের কাঠপট্টিতে অবস্থিত বিএনপি দলীয় কার্যালয় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্যোগে সংগঠনের সভাপতি সুমন খান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক এডভোকেট সৈয়দ মোদাররেছ আলী ইছা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ রাজিব হোসেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ।
সভায় বক্তারা আরফাত রহমান কোকোর জীবন কর্ম নিয়ে আলোচনা কর। বক্তারা বলেন
তিনি একজন দক্ষ ক্রীড়া সংগঠক ছিলেন । বাংলাদেশ ক্রীড়াঙ্গনে তার অবদান ছিল অনস্বীকার্য । ওয়ান ইলেভেনের সময় তৎকালীন সরকার তার উপর অত্যাচার করেছিলেন । পরবর্তীতে শেখ হাসিনা সরকার তার উপর অত্যাচার করে ছিলেন। বলা চলে একরকম বিনা চিকিৎসাতে তাকে মৃত্যুবরণ করতে হয়েছিল।
বক্তারা আরাফাত রহমান কোকোর জীবন থেকে শিক্ষা নেবার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। এ ছাড়া আগামী দিনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান
অনুষ্ঠানে পরবর্তী পর্বে আরাফাত রহমান কোকের রূহের মাগফেরাত কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মোঃ শামস উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক এম টি আক্তার টুটুল, জাসাস এর আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ রাশেদুল আলম, যুগ্ম আহ্বায়ক নাঈমুল ইসলাম নাঈম, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা বিএনপির সাবেক সদস্য মোঃ শাহিন হক, যুক্তরাষ্ট্র প্রবাসী মোঃ আরিফ মিয়া, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন মিন্টু , প্রচার সম্পাদক হেদায়েতুল্লাহ মিতুল ।
এ সময় সংগঠনের অন্যান্য নেতা কর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ (লিটু সিকদার), মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha