হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর বিছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় নতুন শিপ মের্সাস লামিয়া এন্টারপ্রাইজের পিন্স আওয়াদ-৪ শিপ উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার( ২৪ ই জানুয়ারী) বিকেল ৪ টায় স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে নলচিরা ঘাটে উদ্বোধন করেন পিন্স আওলাদ-৪।
হাতিয়া (চেয়ারম্যান ঘাট) নোয়াখালী থেকে হাতিয়া (নলচিরা) ঘাট পর্যন্ত যাত্রীবাহি লঞ্চ সার্ভিস। এম ভি প্রিন্স আওলাদ ৪ লঞ্চ টি নিয়মিত এই রুটে চলাচল করবে।
হাতিয়া (নলচিরা ঘাট) আফাজিয়া বাজার থেকে ছাড়বে সকাল ৯ টাই চেয়ারম্যান ঘাট (চাতলা) থেকে ছাড়বে সকাল ১১.টায়। লঞ্চটিতে ডেক, চেয়ার এর পাশাপাশি সিঙ্গেল, ডাবল ও ভি আই পি কেবিন রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বলেন,দীর্ঘদিন পর হাতিয়া বাসীর মুল ভুখন্ড এর সাথে যোগাযোগ ব্যাবস্থা কিছুটা হলেও উন্নত হচ্ছে। এতদিন হাতিয়া বাসী কাঠের ট্রলার, স্পীড বোর্ড ও বি আই ডব্লিও টিসি এর নাম মাত্র সি ট্রাক সার্ভিস এ দুর্ভোগ এর সাথে চলাচল করতো উক্ত নদী পথে। নতুন এই শিপ হাতিয়া দ্বীপবাসীর যোগাযোগ ও পণ্য পরিবহনকে সহজ করবে। এটি স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং পর্যটন খাতের বিকাশেও সহায়ক হবে।
উল্লেখ্য, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নির্মিত এই শিপ নৌযাত্রাকে নিরাপদ এবং দ্রুততর করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) এ কে এম আজমল হুদা, পরিচালক পিন্স আওলাদের ডাঃ আমিনুল এছান জুয়েল, মো.আরিফুল ইসলাম, হাতিয়া প্রেসক্লাবের সভাপতি জী এম ইব্রাহিম সহ স্থানীয় এলাকার বিশেষ ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ (লিটু সিকদার), মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha