ইস্রাফিল হােসেন ইমন, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় সেনাবাহিনী অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র-গুলি ও ককটেল উদ্ধার করেছে। এ সময় উপজেলার ধরমপুর ইউনিয়নের বাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশি রিভালভার, ৪ রাউন্ড গুলি ও ২টি ককটেল উদ্ধার করেছে।
বুধবার (২২ জানুয়ারি) অভিযান শেষে অস্ত্রগুলি ও ককটেল সন্ধ্যায় ভেড়ামারা থানাকে বুঝিয়ে দেওয়া হয়। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহীদুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
ভেড়ামারা থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোর ৪ টায়, সেনাবাহিনীর একটি বিশেষ টিম ভেড়ামারার ধরমপুর ইউনিয়নের ধরমপুর বাজারের আশেপাশের এলাকায় ১টি অভিযান পরিচালনা করে। অভিযানে তারা পৃথক দুটি জায়গা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী রিভলভার, চার রাউন্ড গুলি ও দুটি ককটেল উদ্ধার করে। অভিযান শেষে তারা উদ্ধারকৃত অস্ত্র ও ককটেল ভেড়ামারা থানাকে বুঝিয়ে দেয়।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শহিদুল ইসলাম বলেন, উদ্ধারকৃত অস্ত্র-গুলি ও ককটেল ভেড়ামারা থানা বুঝে পেয়েছে। এ বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ (লিটু সিকদার), মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha