খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইলে বালক-বালিকাদের সাইক্লিং প্রতিযোগিতা হয়েছে। আজ বুধবার দুপুরে শহরের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মাদ স্টেডিয়ামে এ প্রতিযোগিতা হয়। তারুণ্যের উৎসব উপলক্ষ্যে এই আয়োজন করে জেলা প্রশাসন ও ক্রীড়া অফিস। প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি খুলনা বিভাগীয় কমিশনার মো:ফিরোজ সরকার। এসময় উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, পুলিশ সুপার কাজী এহসানুল কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহসান মাহমুদ রাসেল, জেলা ক্রীড়া অফিসার মো. কামরুজ্জামান প্রমুখ।
আয়োজক সূত্রে জানা যায়, প্রতিযোগিতায় অংশ নিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মোট ৫০ জন প্রতিযোগী মাঠে উপস্থিত হন। ছোট বালকদের ২ টি, মধ্যম বালকদের ১টি ও বড় বালকদের ১ টি এবং বালিকাদের ১টিসহ মোট ৫টি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৬০০ মিটার সাইকেল চালিয়ে প্রতিযোগিতায় বড় বালকদের গ্রুপে প্রথম হয়েছেন রাফসান হাসান, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন যথাক্রমে ওমর ফারুক ও মো:খালিদ। বালিকাদের গ্রুপটিতে প্রথম হয়েছেন রানি বিশ্বাস, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে পায়েল বিশ্বাস ও রিয়া রায়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha