জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের হরিপুরে মোটরসাইকেল চুরির অভিযোগে স্থানীয়দের গণপিটুনিতে রুবেল ইসলাম (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার যাদুরানী বাজারে এ ঘটনাটি ঘটে। নিহত রুবেল ইসলাম পীরগঞ্জ উপজেলার গোগড় পটুয়াপাড়ার খলিলুর রহমানের সন্তান।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেন হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল। স্থানীয়দের বরাতে তিনি বলেন, মোটরসাইকেল চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে। পরে তাকে রশিতে বেঁধে মারধর করলে ঘটনাস্থলে মারা যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কোনো মামলা দায়ের হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha