রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে পিকআপ থামিয়ে ধারালো অস্ত্রের মুখে দুই মাছ ব্যবসায়ীর এক লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) উপজেলার লালপুর- বনপাড়া সড়কের ওয়ালিয়া বাজারের অদূরে দায়ের পাড়ায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা হলেন সিংড়া উপজেলার পেট্টবাংলা গ্রামের শমসের ছেলে জামসেদ প্রামাণিক (৪৫) ও রাজশাহীর বিনোদপুরের জামাত আলীর ছেলে শামসুদ্দিন (৩৮)।
ভুক্তভোগী জামশেদ প্রামাণিক জানান, তারা কুষ্টিয়া, ঈশ্বরদী, লালপুরে মাছ বিক্রি করে পিকআপ যোগে গোপালপুর হয়ে বনপাড়া যাওয়ার পথে ওয়ালিয়া বাজারের কাছাকাছি পৌঁছালে মোটরসাইকেল যোগে দুই অজ্ঞাত ব্যক্তি তাঁদের পথরোধ করে পিকআপের চাবি ছিনিয়ে নেয়। পরে চাকু দিয়ে জিম্মি করে ভয় দেখিয়ে তাঁদের কাছ থেকে প্রায় ১ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যান।
এ বিষয়ে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুমন চন্দ্র দাস বলেন, ঘটনার বিষয়ে শুনেছি। তবে এখনো কোন অভিযোগ পাইনি।
রাত ৭:৩০ টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী জানা যায়, ভুক্তভোগী অভিযোগ দায়ের করার জন্য লালপুর থানায় অবস্থান করছেন। এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানান, এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।