বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চন্ডিবরদী সিএস ১০৬৯ নং দাগের ৭৯ শতাংশ জমি, মুকসুদপুর থানা কর্তৃক বেআইনি ভাবে দখল করে মার্কেট নির্মানের অভিযোগ এনে ভুক্তভোগী মালিক পক্ষের লোকজন মানববন্ধন করেছে ।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে মুকসুদপুর সোনালী ব্যাংক মোড়ে মালিক পক্ষ এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। মানববন্ধন কর্মসূচীতে ভুক্তভোগী জমির মালিকেরা অংশগ্রহন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ভুক্তভোগী শরিফুল রোমান, পৌরসভার সাবেক মেয়র মোঃ সাজ্জাদ করিম মন্টু সহ স্থানীয়রা।
এ সময় পৌরসভার সাবেক মেয়র মোঃ সাজ্জাদ করিম মন্টু বলেন, ২০০৭ সালের ২০ এপ্রিল ওয়ান ইলেভেন সরকার আমাদের কিছু লোককে আটক করে এই জমি থেকে উচ্ছেদ করা হয়। এই জমিতে প্রায় ২'শ মালিক আছে। আমরা অসহায় মানুষ। এই জায়গাটি অবৈধভাবে তারা দখল করেছে। আমরা আমাদের জায়গা ফেরৎ চাই। আমরা উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসক মহোদয়ের নিকট এ বিষয়ে স্মারকলিপি প্রদান করবো।
তবে থানার নামে বিজ্ঞ আদালতে রেকর্ড সংশোধনী একটি মামলা চলমান রয়েছে।
মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা আমাদের বাউন্ডারীর মধ্যেই আছি । আমরা কারো জমি দখল করিনি ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha