মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে পাওনা টাকার দাবিতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দৌলতপুর কলেজের অধ্যক্ষ ঠিকাদার সাদিকুজ্জামান খান সুমনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ইটভাটা মালিকগণ। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে কুষ্টিয়া জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মো. নুরুজ্জামান হাবলু মোল্লা লিখিত বক্তব্যে জানান, দৌলতপুর উপজেলার ১২টি ইটভাটার মালিক তাদের বিক্রিত ইটের টাকা বাবদ ১ কোটি ৫৪ লাখ ৫৪ হাজার টাকা পাওনা রয়েছেন। আওয়ামী লীগ নেতা সাদিকুজ্জামান খান সুমন বঁকেয়া এই অর্থ পরিশোধ না করেই পলাতক রয়েছেন।
সুমন উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ঠিকাদারির কাজ ও নিজের বিলাসবহুল ভবন নির্মাণের জন্য ইট সংগ্রহ করেছিলেন। কিন্তু দীর্ঘদিন পার হলেও তিনি পাওনা টাকা পরিশোধ করেননি।
ইটভাটা মালিকরা আরও অভিযোগ করেন, তাদের এই পাওনা টাকার জন্য একাধিকবার সাদিকুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেননি। উল্টো ইটভাটা মালিকদের বিভিন্নভাবে হুমকি প্রদান করছেন বলে তারা অভিযোগ করেন।
এই পরিস্থিতিতে তারা ন্যায় বিচারের স্বার্থে আইনের আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন। তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে দ্রুত তাদের পাওনা অর্থ ফেরত পাওয়া যায়।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা সাদিকুজ্জামান খান সুমনের সাথে মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে।
তবে সংবাদ সম্মেলনে উপস্থিত সাদিকুজ্জামান খান সুমনের ম্যানেজার আবুবকর সিদ্দিক পাওনা টাকার বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, পাওনা টাকার বিষয়ে সাদিকুজ্জামান খান সুমনের সাথে আমি কথা বলে দ্রুত পরিশোধ করার জন্য বলবো।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha